Kishalay K G School

Kishalay : Special Rules

1) কেবলমাত্র তিন বছর বয়সের বালক বালিকারাই নারসারীতে ভর্তির যোগ্য বলিয়া বিবেচিত হইবে । অন্যান্য শেনিতে ভর্তি বিদ্যালয়ের স্থান সঙ্কুলানের উপর বিবেচিত হইবে ।
2) বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তির সময় পঠন-পাঠন সংক্রন্ত এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মাতার উপস্থিতি অপরিহার্য।
3) নারসারীর ক্লাস প্রতি শনিবার বন্ধ থাকিবে।
4) বিদ্যালয়ের সময় :
প্রাত: বিভাগ নার্সারী-A সকাল ৭টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত
প্রাত: বিভাগ নার্সারী-B ও KG - ৭টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত
5) পোষাক:
ছেলেদের সবুজ প্যন্ট,সাদা সার্ট,সবুজ টাই+ব্যজ,সাদা মোজা,সাদা কেটস। (সোয়েটার সবুজ)। মেয়েদের সবুজ টিউনিক,সবুজ সাদা সার্ট,সবুজ টাই+ব্যজ, সাদা মোজা,সাদা কেটস।(সোয়েটার সবুজ)।
6) প্রতিদিন ছুটির সময় গেটে পরিচয় পত্র জমা দিয়া ছাত্রছাত্রীদের লইতে হইবে।
7) স্কুলের ভ্যনের প্রয়োজন থাকিলে অগে জানাইতে হইবে।ভ্যন ভারা দূরত্ব অনুযায়ী নিরধারিত হইবে। ভ্যনের ভাড়া ছুটির মাসেও দিতে হইবে।
8) নারসারীতে ভর্তির পর বিদ্যালয়ের নির্দষ্ট করা দিনের মধ্যে বংলা (ডবল রূল)১টি, অঙ্ক(স্কয়ার রূল)১টি এবং ইংরেজী(ফোর রূল)১টি খাতা মলাট দিয়া নাম লিখিয়া জমা দিতে হইবে।ইহা ছাড়াও ইংরেজি,বাংলা,অঙ্কের একটি করিয়া খাতা ও নোটবই প্রতিদিন ছাত্রছাত্রীদের সঙ্গে পাঠাইতে হইবে।অন্যান্য শ্রণীর খাতার সংখ্যা বুকলিস্টে নইর্দেশিত হইবে।
9) ছাত্রছাত্রীদের ঠিকমত বই খাতা নোটবই পেনসিল আনা আবশ্যক । 10) প্র্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়ি হইতে বিদ্যালয়ের নির্দিষ্ট করা টিফিন আনা বাধ্যতামূলক।
11) বই এর ব্যাগ, জলের বোতল এবং টিফিন বক্সে অবশ্যই নাম লিখায়া দিতে হইবে।
12) প্রতি শনিবার অভিভাবকগন বিদ্যালয়ের পঠন-পাঠন ও বিদ্যালয় সংক্রন্ত বিষয়ে
প্রয়োজন বোধে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করিতে পারিবেন।
13) প্রিন্সিপাল প্রয়োজন বোধে বিদ্যালয়ে বিশেষ ছুটি ঘোষণা করিতে পারেন।
14) বিদ্যালয়ের নিয়মাবলি অবমাননার দায়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয় হইতে বহিষ্কার করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য করিতে হইবে।
15) বৎসরান্তরে বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত প্রকার ফি এর হার পুনর্বিবেচনা করিয়া পুননির্ধারণ করিলে অভিভাবকগন তাহা বাধ্য থাকিবেন।
16) বিদ্যালয় সম্পর্কিত সমস্ত তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইট www.kishalayschool.in – এ দেওয়া থাকবে।
17) বিদ্যালয়ের প্রথম ত্রৈমাসিক মূল্যায়ণের সময় – মার্চ/এপ্রিল
বিদ্যালয়ের দিত্বীয় ত্রৈমাসিক মূল্যায়ণের সময় – আগস্ট/সেপ্টেম্বর
বিদ্যালয়ের বার্ষিক ত্রৈমাসিক মূল্যায়ণের সময় – নভেম্বর/ডিসেম্বর
বিদ্যালয়ের বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা – জানুয়ারী
বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরন - নভেম্বর/ডিসেম্বর
প্রয়োজনে উপরোক্ত সময়গুলি পরিবর্তন ঘটিতে পারে।
18) প্রথম দিত্বীয় ত্রৈমাসিক মূল্যায়ণের পর নির্দিষ্ট দিনে প্রত্যেক অভিভাবকরা ছাত্রছাত্রীর মূল্যায়ণের খাতা দেখিতে আসা বাদ্ধতামূলক।
19) প্রথম দিত্বীয় ত্রৈমাসিক মূল্যায়ণের Progress Report দেবার পর তা পাঁচ দিনের মধ্যে ফেরৎ দেওয়া বাধ্যতামূলক।
20) প্রতি মাসের বেতন চলতি মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হইবে।অন্যথায় প্রতি মাসের ৫০টাকা জরিমানা ধার্য্য হইবে।
21) বৎসরে দুইবার অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।